মেহেরপুরে শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালন
এম চোখ ডটকম,মেহেরপুর:
মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যৈষ্ঠ পূত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। আজ সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত¡রে জনপ্রশাসন প্রতিমনস্ত্রী ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক শামীম হাসান এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সিনিয়র সহসভাপতি অ্যাড. মিয়াজান আলী, আব্দুস সামাদ বাবলু বিশ^াস, যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহীনসহ আওয়ামী লীগ নেতা-কর্মীরা শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে এক জেলার বিভিন্ন সরকারী-বেসরকারি দপ্তর, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও দিনটি উপলক্ষে সরকারী ও আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচীর আয়োজন করা হয়েছে।