মানসম্মত বীজ উৎপাদন বিষয়ে মেহেরপুরে প্রশিক্ষণ
এম চোখ ডট কম, ডেস্ক:
মানসম্মত বীজ উৎপাদনের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর ভূমিকা রাখার লক্ষ্যে মেহেরপুরে বীজ উৎপাদক স্টেক হোল্ডারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির আয়োজনে রোববার এজেন্সির প্রশিক্ষণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও সমন্বিত বাজার মনিটরিং শীর্ষক প্রকল্পের আওতায় বীজ প্রত্যয়ন এজেন্সি এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রশিক্ষণ প্রদান করেন বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুরের অতিরিক্ত পরিচালক সাইফুল আলম, খুলনার আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার বিভাষ চন্দ্র সাহা, বীজ প্রত্যয়ন এজেন্সি গাজীপুরের উপপরিচালক শওকত হোসেন ভূঁইয়া, মেহেরপুর জেলা অফিসার কামরুজ্জামান, মেহেরপুর জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা ইমদাদুল হক ও কুষ্টিয়া বীজ প্রত্যয়ন এজেন্সির বহিরাঙ্গন কর্মকর্তা সেলিম সেখ।
প্রশিক্ষণে মেহেরপুর জেলায় বীজ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিনিধি ও কৃষকরা অংশগ্রহণ করেন।