বারাদীঃ বাংলাদেশের স্বাধীনতা অর্জনের একবছর পরেই ব্র্যাকের জন্ম। এর লক্ষ্য ছিল সদ্য স্বাধীন দেশের মানুষের উন্নয়ন। বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ব্র্যাক ৫০ বছরে বাংলাদেশের উন্নয়নের মডেল হিসেবে বিশ্বের স্বীকৃতি পেয়েছে। এই অগ্রগতির সঙ্গে সব সময় থাকবে ব্রাক। দেশের সীমা ছাড়িয়ে এখন বিশ্বের নানা প্রান্তে এই সংগঠনের কাজ ছড়িয়ে গেছে। নানামুখী কর্মসূচির মাধ্যমে বিশ্বের দশটি দেশের মানুষের উন্নয়নে কাজ করে যাচ্ছে এই সংস্থা। সাত বছর ধরে বিশ্বের শীর্ষ এনজিওর স্বীকৃতিও অর্জন করেছে সংস্থাটি। ব্রাকের ৫০ বছর পূর্তিতে গতকাল সোমবার মেহেরপুর সদরের বারাদী শাখায় দিনব্যাপী মতবিনিময় সভা ও সদস্যদের মাঝে ফলজ চারা বিতরণ করা হয়েছে। বারাদী শাখার ব্যবস্থাপক( দাবী ) শাহাদাৎ হোসেন বলেন, ব্র্যাকের ৫০ বছর পুর্তিতে ৫০ জন সদস্যকে একটি করে আম ও একটি মাল্টা গাছ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন এসসিডিপি সাইদুর রহমান, সিও ( প্রগতি ) আজিজুর রহমান সহ শাখার অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেহেরপুরের বারাদীতে ব্র্যাকের চারা বিতরণ
397