এম চোখ ডট কম, গাংনী: কৃষক পর্যায়ে উন্নতমানের আউশ ধান বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোবে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা কৃষি অফিসারে উদ্যোগে আজ মঙ্গলবার দুপুরে আয়োজিত এ মাঠ দিবসে ব্রি ধান ৪৮ এর ফলন পর্যবেক্ষণ ও কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নতমানের ধান গম ও পাটবীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় এ প্রদশর্নী বস্তবায়ন করেছে গাংনী উপজেলা কৃষি অফিস। অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ। বক্তব্য রাখেন উপ সহকারি কৃষি অফিসার মতিয়ার রহমান। উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহম্মেদসহ গাড়াডোব গ্রামের কৃষকরা।