283
এম চোখ ডট কম, মেহেরপুর:
বজ্রপাত থেকে জানমাল রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখাতে এবার তালের চারা রোপণ কার্যক্রম শুরু করেছে বনায়ন মেহেরপুর। বুধবার (২২ জুন) গাংনী উপজেলার ভোমরদহ গ্রামের সড়কে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএটিবি এরিয়া লিফ ম্যানেজার এ এস এম কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএটিবি রিজিওনাল লিফ ম্যানেজার সাজ্জাদ তালুকদার।
এই কর্মসূচির আওতায় ভোমরদাহ থেকে হিজলবাড়ীয়া রাস্তায় দুপাশে ২০০ তাল গাছের চারা রোপণ করা হয়। এছাড়াও এই মৌসুমে বনায়ন মেহেরপুরের উদ্যোগে জেলার বিভিন্ন সড়কে আড়াই হাজার তাল গাছের চারা রোপণ করা হবে।