মেহেরপুরে আইএফডিসি এর শস্য র্কতন ও মাঠ দিবস অনুষ্ঠিত
এম চোখ ডট কম, মেহেরপুর :
মেহেরপুরে আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্রের (আইএফডিসি) শস্য র্কতন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত পরিবেশের জন্য উপযুক্ত প্রযুক্তিতে আবাদকৃত বাধা কপির ক্ষেতের বিভিন্ন দিক নিয়ে কৃষকদের বাস্তব ধারণা দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে উজলপুর গ্রামের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজলো কৃষি র্কমর্কতা আলমগীর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন আইএফডিসি যশোর অঞ্চলের ফিল্ড সুপারভাইজার মীর আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইএফডিসি কর্মকর্তা আলমগীর রশিদ।
মাঠ দিবসে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন পর্যায়ের কৃষক-কৃষাণী। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত পরিবেশের সাথে খাপ খাইয়ে নেওয়ার বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়। এই প্রযুক্তিতে আবাদকৃত উজলপুর মাঠের বাধা কপির ফলন ও খরচ সাশ্রয়ের বিষয়টি নিয়ে সন্তোষ প্রকাশ করেন কৃষকরা।
মেহেরপুর জেলাসহ দক্ষিণবেঙ্গের ২১ টি জেলায় আন্তর্জাতিক সার উন্নয়ন কেন্দ্র (আই এফ ডি সি), ইউএসএআইডি এর অর্থায়নে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের আওতায় আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতির সাথে কৃষকরা যেন খাপ খেয়ে চাষাবাদ করতে পারেন সেলক্ষ্য বাস্তবায়িত হচ্ছে। খরা সহিষ্ণু জাত, স্বল্প মেয়াদী জাত, জিংক সমৃদ্ধ জাত, পানি সহনশীল জাত, লবণাক্ত পানি সহনশীল জাত নির্বাচন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার ও সঠিক সার ও পানি ব্যবস্থাপনা এবং আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদনই হচ্ছে এ প্রকল্পের মূল উদ্দেশ্য।